২০২৩ সাল পর্যন্ত আইসিসি সম্প্রচার স্বত্ত্ব স্টার গ্রুপের


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৩ অক্টোবর ২০১৪

বর্তমান সময়কাল পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে সর্ববৃহৎ সম্প্রচার স্বত্ত্বটি পেয়েছে রুপার্ট মারডকের স্টার গ্রুপ। আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট শেষ হেওয়ার পর পরবর্তী ৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সকল ধরনের ইভেন্টের প্রচার স্বত্ত্ব পেয়েছে স্টার গ্রুপ। রোববার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইসিসি ইভেন্টের বর্তমান প্রচার স্বত্ত্বটি রয়েছে ইএসপিএন-স্টার স্পোর্টস-এর সঙ্গে। আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটের পরই এই প্রচার স্বত্ত্ব শেষ হয়ে যাবে। এর পরই প্রচার স্বত্ত্ব চলে যাবে স্টার গ্রুপের হাতে। আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্টার ইন্ডিয়া এবং স্টার মিডল ইস্টকে যৌথভাবে ২০১৫-২০২৩ সাল পর্যন্ত অডিও-ভিজ্যুয়াল স্বত্ত্ব প্রদান করা হয়েছে।’ তবে এ জন্য কী পরিমান অর্থ আইসিসি আয় করবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘চুক্তির চূড়ান্ত আর্থিক মূল্য প্রকাশ করা হবে না। তবে এটা অবশ্যই আইসিসির পূর্ববর্তী বাণিজ্যিক চুক্তির চেয়ে বেশি।‘

চুক্তি অনুযায়ী যে সকল ইভেন্টের (২০১৫-২০২৩) সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে স্টার গ্রুপ তা হলো :
টোয়েন্টি২০ বিশ্বকাপ-২০১৬ (ভারত), আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭ (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস), আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস), টোয়েন্টি২০ বিশ্বকাপ-২০২০ (অস্ট্রেলিয়া), আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২১ (ভারত), আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ (ভারত) (আইসিসি বাছাইপর্ব ইভেন্ট), টোয়েন্টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব-২০১৫ (আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড), আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব-২০১৮ (বাংলাদেশ), টোয়েন্টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব-২০১৯ ভেন্যু এখনও নিশ্চিত হয়নি (পাকিস্তান প্রস্তাব দিয়েছে), আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব -২০২২ (জিম্বাবুয়ে), (আইসিসির অন্য ইভেন্ট ) আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০১৬ (বাংলাদেশ), আইসিসি মহিলা বিশ্বকাপ-২০১৭ (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস), আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০১৮ (নিউজিল্যান্ড), আইসিসি মহিলা টোয়েন্টি২০ বিশ্বকাপ-২০১৮ (ওয়েস্ট ইন্ডিজ), আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২০ (দক্ষিণ আফ্রিকা), আইসিসি মহিলা বিশ্বকাপ-২০২১ (নিউজিল্যান্ড), আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২২ (ওয়েস্ট ইন্ডিজ), আইসিসি মহিলা টোয়েন্টি২০ বিশ্বকাপ-২০২২ (দক্ষিণ আফ্রিকা)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।