নাদালের বিদায় ফেদেরার-মারের জয়


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২১ আগস্ট ২০১৫

দুঃস্বপ্ন দেখে বেরিয়ে আসতে পারছেন না সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। চলতি বছরটা মোটেও ভালো যাচ্ছে না তার। আবারো ব্যর্থতার বৃত্তে বন্দী থাকলেন এই স্প্যানিশ তারকা।

তৃতীয় রাউন্ডে স্বদেশী ফেলিসিয়ানো লোপেজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন এই তারকা। নাদাল বিদায় নিলেও জয় পেয়েছেন রজার ফেদেরার এবং এন্ডি মারে।

সিনসিনাটি মাস্টার্সে পুরুষ বিভাগে ফেলিসিয়ানো লোপেজের সাথে শুরুটা ভালই করেছিলেন নাদাল। ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। কিন্তু পরের দুই সেট হেরে যান ৪-৬ এবং ৬-৭(৩-৭) গেমে।

দিনের অপর ম্যাচে দাপটের সাথে ম্যাচ জিতে নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। রাশিয়ার কেভিন এন্ডার্সনকে এক প্রকার উড়িয়ে দেন এই সুইস তারকা। ৬-১ এবং ৬-১ গেমে সহজ নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন র্যাংকিংয়ে সদ্য দ্বিতীয় স্থান হারানো এই তারকা।

অন্যদিকে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার সাবেক প্রেমিক গ্রেগর দিমিত্রভকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন এন্ডি মারে। তবে এই ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় পরতে হয় সদ্য রজার্স কাপ জয়ীর। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান তিনি। কিন্তু পরের দুই সেট ৭-৬(৭-৩) এবং ৭-৫ গেমে জিতে কোয়ার্টারের টিকেট কাটেন এই ব্রিটিশ তারকা।

আরটি/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।