গাজীপুরে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২১ আগস্ট ২০১৫

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার মৃত জইমত আলীর ছেলে এবং ঢাকার বাড্ডা ৯৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শিমুলতলা ইউনিটের যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক মো. আমির হোসেন জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত সাইদুরকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বৃহস্পতিবার রাত পৌনে বারটার দিকে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় যায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা সাইদুরের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যান। একপর্যায়ে ক্রস ফায়ারে পড়ে সাইদুর উরুতে গুলিবিদ্ধ হন। রাতেই আহত অবস্থায় সাইদুরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. আমির হোসেন আরো জানান, তার বিরুদ্ধে গাজীপুর থানায় দুইটি ও বাড্ডা থানায় পাঁচটি মামলা ছিল। বন্দুকযুদ্ধে দুই ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, ইয়াসিন (৩০) ও উজ্জল (৩১)। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত কুমার পাল জাগো নিউজকে জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়। তার দুই পায়ের উরুতে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।