কাউন্সিলর নিযাম উল আযীমই রাজশাহীর মেয়র


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২০ আগস্ট ২০১৫

কাউন্সিলর নিজাম-উল-আযীমকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার জন্য হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে চেম্বারজজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রেখে আাগমী দুই মাসের মধ্যে হাইকোর্টকে এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করতে বলেছেন।

আপিল বিভাগের এই আদেশের ফলে কাউন্সিলর নিজাম-উল-আযীমের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে নিজাম-উল-আযীমের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নাশকতার অভিযোগে আনা মামলায় পুলিশের চার্জসিট দাখিরের পর রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন  বুলবুলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় গত ১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমকে দায়িত্ব দিয়েছে। পরদিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন তিনি।

পরে রাজশাহীর বাসিন্দা নজরুল ইসলাম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিজাম উল আযীমের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট রুল জারি করে এবং তাকে দায়িত্বে দিয়ে ঘোষিত প্রজ্ঞাপনের ওপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয় আদালত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নিযাম উল আযীম আপিল বিভাগে আবেদন করলে চেম্বার জজ বিচারপতি হাইকোর্টের আাদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করেন।

প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় সংগঠিত নাশকতা ঘটনায় রাজশাহরি বিভিন্ন থানায়  দায়ের করা চার মামলায় বিএনপি নেতা মেয়র বুলবুলের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দাখিলের পর গত ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।