ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেও নকআউট রাউন্ডে ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮

আগের ম্যাচেই জুভেন্টাসকে হারিয়ে নকআউট রাউন্ড নিশ্চিত করে ফেলেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপের শেষ ম্যাচ তাই গ্রুপ সেরা হওয়ার লড়াই ছিল বটে। তবে সেই লড়াইয়ে হেরে বসলো হোসে মরিনহোর দল। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা হেরেছে ১-২ ব্যবধানে।

ম্যাচের ১৭ মিনিটে মাস্তেলা স্টেডিয়ামে গোল পেয়ে স্বাগতিক ভ্যালেন্সিয়া। সান্তি মিনার ক্রস রোহো ক্লিয়ার করলে সেটি যায় কার্লোস সোলারের কাছে। সোলার সেটিকে ঠাণ্ডা মাথায় গোলে পরিণত করেন।

৩২ মিনিটে পিচ্চিনির দারুণ ক্রস বাতসুয়াই মাথা ছোয়ানোর আগেই কর্নারের বিনিময়ে সেটিকে রক্ষা করেন বেইলি। ৩৪ মিনিটে ইউনাইটেডকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচান আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো। পারেহোর ডান পায়ে নেয়া শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল খেয়ে বসে ইউনাইটেড। এবার ইউনাইটেড ডিফেন্ডার ফিল জোনস নিজেই নিজেদের জালে বল জালে জড়ান। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে অনেকটা স্তিমিত হয়ে যায় ইউনাইটেডের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা।

৭৫ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেয়া পগবার শট রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। ৮৭ মিনিটে ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন রাশফোর্ড। যেটি কেবল ব্যবধানই কমিয়েছে তাদের। ২-১ ব্যবধানে হেরে গ্রুপে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো ম্যান ইউ।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।