রাবিতে প্রাণ-আরএফএলের রিক্রুট ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:২১ এএম, ২০ আগস্ট ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)-এর উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপ রিক্রুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডীনস কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্প সম্পর্কে ক্যারিয়ার ক্লাবের সভাপতি সালেক আহমেদ সজীব বলেন, গত বছরের ন্যায় এ বছরও প্রাণ-আরএফএল গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সদ্য স্নাতক সম্পন্নকারীদের পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ করে দিচ্ছে। তাছাড়া প্রতিবছর ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থী দেশি এবং বহুজাতিক বিভিন্ন কোম্পানি, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টার্নশীপের সুযোগ পাচ্ছেন।

আরইউসিসি’র সদস্যরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা শেষে ২৫ জনকে সাক্ষাতকারের জন্য মনোনীত করা হয়।

রিক্রুয়েট ক্যাম্প অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- আরইউসিসির সাধারণ সম্পাদক কাজী মাহমুদ দ্বীপ, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক টিএম মোর্শেদসহ ক্লাবের অন্য সদস্যরা।

রাশেদ রিন্টু/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।