রিয়ালের পরবর্তী কোচ জিদান!


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২০ আগস্ট ২০১৫

খুব বেশি দিন হয়নি আনচেলত্তিকে সরিয়ে বেনিতেজকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। তবে অদূর ভবিষ্যতে বেনিতেজের উত্তরসূরী যে জিদানই হতে যাচ্ছেন সেটিই জোর গলায় বলেছেন সাবেক ফ্রেঞ্চ মিডফিল্ডার ও গিনির বর্তমান কোচ লুইস ফার্নান্দেজ।

এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, `আমি আনচেলত্তিকে রাখার পক্ষে ছিলাম। তার হাত ধরেই লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জেতে রিয়াল। তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় আমি খুবই হতাশ হই। তার সঙ্গে বেনিতেজের কৌশলে কোনো মিল নেই। তাই আমি মনে করি, রিয়ালের পরবর্তী কোচ হতে যাচ্ছেন জিদান।`

অন্যদিকে, গত মৌসুম থেকে রিয়ালের `বি` দলের প্রধান কোচের দায়িত্বে আছেন জিদান। ২০১১ সালে তিনি ক্লাবের ক্রীড়া পরিচালকের দাযিত্ব পান। পরে ২০১৩-১৪ মৌসুমে আনচেলত্তি কোচ হওয়ার পর তার সহকারী হিসেবে কাজ করেন।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।