ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


প্রকাশিত: ০৫:২৪ এএম, ২০ আগস্ট ২০১৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের পঁচা মোল্লার ছেলে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জাগো নিউজকে জানান, ৩নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের লাইসেন্স করা অস্ত্র ও গুলির পরিমাণ ক্রয়ের সঙ্গে মিল না থাকায় অস্ত্র আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। তার ক্রয় করা গুলির পরিমাণ ছিল ৩৫টি, কিন্তু তার কাছে ২৫টি গুলি পাওয়া গেছে। বাকি ১৫টি গুলি কি কাজে ব্যবহৃত হয়েছে তার সঠিক উত্তর তিনি দিতে পারেননি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।