খুলনায় রেল যোগাযোগ শুরু


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৯ আগস্ট ২০১৫

বগুড়ার সান্তাহার থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে নয় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে তিনটার দিকে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর রেলওয়ের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন খুলনা থেকে দেশের বিভিন্ন স্থানগামী ও খুলনায় আসার অপেক্ষায় আটকে পড়া ৯ ট্রেনের হাজারো যাত্রী।

রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার সরদার আবুল কালাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টায় খুলনার দৌলতপুর এলাকায় বগি লাইচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানগামী পাঁচটি ট্রেনকে (কপোতাক্ষ, মহানন্দা, চিত্রা, কমিউটার, রূপসা আন্তঃনগর) খুলনা স্টেশনে আটকে থাকতে হয়। এছাড়া খুলনায় প্রবেশের জন্য ৪টি ট্রেন অপেক্ষা করছে। রেল যোগাযোগ বন্ধ থাকায় এসব ট্রেনের হাজারো যাত্রী পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

আটকে পড়া রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের যাত্রী বেসরকারি চাকরিজীবী আব্দুল্লাহ আহমেদ জানান, স্ত্রী ও ছোট শিশুসন্তান নিয়ে সেই ভোরে বেড়িয়েছি। পরিবার-পরিজন নিয়ে প্রচণ্ড গরমে স্টেশনে আটকে আছি। কখন লাইন ক্লিয়ার হবে তা কেউ বলতে পারছে না।

রেলওয়ের বিশ্রামাগার ও টয়লেটগুলো অপরিচ্ছন্ন থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলেও তিনি জানান।

একই ট্রেনের যাত্রী নূর মোহাম্মদ বলেন, কখন লাইন স্বাভাবিক হবে তা কেউ জানে না। বিষয়টি জানার জন্য দায়িত্বশীল কাউকে স্টেশনে খুঁজে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রিলিফ ক্রেন দিয়ে বগি দু’টি উদ্ধারের কাজ চলছে। দুপুর ২টার মধ্যে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ শেষ হতে পারে বলে উদ্ধার কাজে নিয়োজিত প্রকৌশলীরা জানিয়েছেন।

দুর্ঘটনা কবলিত ট্রেনের সহকারী চালক হেদায়েদ হোসেন জানান, মালবাহী ট্রেনটি ৩ নম্বর লাইন দিয়ে প্রবেশের মুখে দু’টি বগি লাইনচ্যুত হয়। বগি দু’টি পার্শ্ববর্তী দ্বিতীয় লাইনের উপর গিয়ে পড়ায় দু’টি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে ২৮ মে সন্ধ্যা ৬টায় মহানগরীর দৌলতপুর স্টেশনের একটু সামনে নাটোর থেকে আসা চালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিলো।

আলমগীর হান্নান/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।