নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে দ. আফ্রিকা


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৯ আগস্ট ২০১৫

সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বিকেল সাড়ে ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছিল কিউইরা। এবার সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ প্রোটিয়াদের সামনে।

তবে টি টোয়েন্টি সিরিজের পর, ওয়ানডে সিরিজেও ফাফ ডু প্লেসির খেলা নিয়ে সংশয় আছে। যদিও টি টোয়েন্টি সিরিজে না থাকলেও, ওয়ানডে সিরিজে ফিরছেন ডেল স্টেইন, ভারন ফিলান্ডার ও ইমরান তাহির। আর এই সিরিজ জিতলেই নিউজিল্যান্ডকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ৩য় স্থানে উঠে যাবে প্রোটিয়ারা।

নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটাও দুর্দান্ত দক্ষিণ আফ্রিকার। মুখোমুখি ২১ দেখায় ১৫ জয় তাদের। তবে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই দুই দলের সবশেষ সিরিজটি জিতেছিল কিউইরা। সেই জয় থেকেই অনুপ্রেরণা এবার মাঠে নামতে চায় উইলিয়ামসনের দল।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।