বৃদ্ধাকে উত্যক্ত করায় কারাগারে টিয়া
চোর-ডাকাতকে হরহামেশাই গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাই বলে টিয়াপাখিও গ্রেফতার! আসলে ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের রাজুরা এলাকায়। টিয়া পাখির বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ আনেন এক বৃদ্ধা। এরপরই বৃদ্ধাকে উত্যক্ত করার দায়ে কারাগারে পাঠানো হয়েছে ওই টিয়া পাখিটিকে।
জানা গেছে, জানাবাই নামের এক বৃদ্ধাকে উত্যক্ত করার দায়ে টুকটুকে এক টিয়া পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে জানাবাই আর ছেলে সুরেশের মুখ দেখাদেখি নেই দীর্ঘদিন ধরে।
জানাবাইয়ের অভিযোগ, ছেলের বাড়ির পাশ দিয়ে গেলেই গালাগাল করছে বেয়ারা এই টিয়া। ছেলেই পোষা টিয়াকে শিখিয়ে পড়িয়ে এভাবে তাঁকে বেইজ্জত করছেন।
অভিযোগ যাচাই করতে মা-ছেলে এবং নাটের গুরু টিয়ার ডাক পড়ে থানায়। পুলিশের সামনে অবশ্য জানাবাইকে দেখে টুঁ শব্দও করেনি ওই টুকটুকে টিয়া। কিন্তু তাই বলে তো আর অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া যায় না। আবার টিয়াকে লকআপে ভরারও বিধান নেই।
এরপর বন কর্মকর্তাদের ডেকে তাদের হাতেই আপাতত আসামি টিয়াপাখিটিকে তুলে দিয়েছে পুলিশ। সেই থেকেই বনবিভাগের কারাগারে খাঁচাবন্দি টিয়া।
এসআইএস/পিআর