প্রধান শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৯ আগস্ট ২০১৫

সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ সময় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, শামীমা আকতার, তাসমিন পরিচিতা, আব্দুল হালিম খান, শওকত আলী, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, শিক্ষার্থী আব্দুল আলিম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত যে সকল অসুবিধা ছিল তা এই প্রধান শিক্ষক দূর করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন। তার নিরলস প্রচেষ্টার ফলে বর্তমানে এ বিদ্যালয়ের শিক্ষার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তাকে বদলি করা হলে পুনরায় বিদ্যালয়ের শিক্ষার মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব জানান, সরকার নিয়মতান্ত্রিকভাবেই আমাকে পাবনা সরকারি বিদ্যালয়ে বদলি করেছেন।

বদলির আদেশে শিক্ষার্থী অভিভাবকদের আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমি এই বিদ্যালয়ে রয়েছি। তারা মনে করছে আমি চলে গেলে তাদের ক্ষতি হবে, সেই কারণেই তারা এই আন্দোলন করছে।

বাদল ভৌমিক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।