শিবির নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক ফজলে উদ্দিন মেজবাহকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, মেজবাহ শিবিরের সাবেক অর্থবিষয়ক সম্পাদক। তিনি ২০০৭-০৮ সেশনের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ শিবির সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।

তাছাড়া গত বছর শিক্ষক বাসে হামলার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। মঙ্গলবার সাড়ে ৫টার ট্রেনযোগে শহরে যাওয়ার উদ্দেশ্যে স্টেশন আসেন মেজবাহ। সেখানে থাকা ছাত্রলীগ কর্মীরা তাকে দেখে ধাওয়া দেয়। এ সময় দৌঁড়ে পালিয়ে যেতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাকে ধরে মারধর করে এবং পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, শিবির সন্দেহে ছাত্রলীগ কর্মীরা একজনকে মারধর করেছে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি যদি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকে বা মামলার আসামি হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু বলেন, ফজলে উদ্দিন শিবিরের সাবেক অর্থবিষয়ক সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের জঙ্গিবাদী সব রকম কর্মকাণ্ডে মেজবাহ জড়িত ছিল। আজ একই উদ্দেশ্যে তিনি স্টেশনে ঘুরাফেরা করছিলেন। তাই ছাত্রলীগের কমীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

হাটহাজারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সালাউদ্দিন কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা শিবিরের এক কর্মীকে মারপিট করেছে- এমন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের পর যদি তিনি শিবিরের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে শিবিরের সভাপতিকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।