ভারতকে হারিয়ে স্বপ্নের শিরোপা বাংলাদেশের
টাইব্রেকারে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের স্বপ্নের শিরোপা জিতলো বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
আগের দুই আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার প্রথমবারের মত ফাইনালে উঠে সুযোগ আসে ট্রফি ছুঁয়ে দেখার। ঘরের মাঠে এমন সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করেনি বাংলাদেশ।
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ২১ মিনিটে গোল করার সুযোগ পায় বাংলাদেশের কিশোররা। সতীর্থ ফুটবলার শাওনের শটে ডি-বক্সে দাঁড়িয়ে হেড করেন বাংলাদেশের খেলোয়াড় মোস্তাজিব খাঁন। কিন্তু বলটি বারের উপর দিয়ে বাইরে চলে গেলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। একইভাবে ২২ মিনিটের মাথায় ডি-বক্সের বাহির থেকে বাংলাদেশ দলের অধিনায়ক শাওনের লম্বা শট গোল বারের সামান্য উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।
৩৪ মিনিটের মাথায় সতীর্থদের পাস থেকে আরেকটি শর্ট নেন মোস্তাফিজ। কিন্তু ডি-বক্সের বাহির নেওয়া দুর্বল শটটি ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক প্রভুসুখান সিং। ৩৫ মিনিটে পাল্টা আক্রমণ চালায় ভারত। রহিম আলীর শট সহজেই লুফে নেন বাংলাদেশের গোলরক্ষক। প্রথামার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে কোন গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। খেলার ৪৬ মিনিটে ফাহিম মোরশেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়ে ভারতের ডি বক্সের মধ্যে থাকা ফাহিম গড়ানো শটে গোল করেন। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৬৩ মিনিটে অবিনাশের গোলে ম্যাচে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা (১-১)।
বাকি সময় আর কোন গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের স্বপ্নের শিরোপা জিতলো বাংলাদেশ।
# স্বপ্নের শিরোপা জয়ে স্পিকার-ডেপুটি স্পিকারের অভিনন্দন
# খেলা চলাকালীন বিদ্যুৎ ছিল না ৯ মিনিট
এমআর