ঢাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল পরিচালকের সাক্ষাৎ


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৮ আগস্ট ২০১৫

ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার পরিচালক (সামাজিক) সাজিয়া খাওয়াক মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সামাজিক ও একাডেমিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সামাজিক কর্ম, যুব উন্নয়ন, নেটওয়ার্কিং এবং যুব উদ্যোক্তা বিষয়ক যৌথ প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য পোষণ করেন। এছাড়া তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টিতে শিক্ষার্থীদের যোগাযোগ-দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।