অবশেষে ক্ষমা চাইলেন ম্যারাডোনা (ভিডিও)


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৮ আগস্ট ২০১৫

বহুদিন পর ফের আলোচনায় ৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনা- ইংল্যান্ডের ম্যাচ। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটো গোলেরই জন্ম এ ম্যাচে। সেই গোল দুটোর জনক ম্যারাডোনা দীর্ঘ ২৯ বছর পর  হ্যান্ড অব গোলের জন্য ঐ ম্যাচের রেফারি আলী বিন নাসের`র কাছে ক্ষমা চাইলেন। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে মূল রেফারির দায়িত্ব পালন করেছিলেন আলী বিন নাসের।

বাণিজ্যিক এক প্রচারণায় সোমবার তিউনিসিয়া সফরে গেলেন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপের আলোচিত সেই কোয়ার্টার ফাইনালের রেফারি আলী বিন নাসের`র কাছে ক্ষমা চাওয়ার এই মোক্ষম সুযোগ নষ্ট করলেন না তিনি। রেফারি আলী বিন নাসের’র সঙ্গে সাক্ষাৎ করে ম্যারাডোনা বলেন, `আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মিস্টার বিন নাসের। আমি সেই গোলটি ঈশ্বরের হাত দিয়ে করেছি।`

বিশ্বকাপের সেই কোফার্টার ফাইনালটি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। এরপর ফাইনালে জার্মানিকে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মাতে ম্যারাডোনার দল। কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা বিতর্কিত হ্যান্ড অব গোলটি করলেও শতাব্দীর সেরা গোলটিও সেই ম্যাচে উপহার দেন তিনি। ইংল্যান্ডের ছয় সাতজন খেলোয়াড়কে কাটিয়ে সর্বকালের সেরা গোলটি উপহার দেন এই ফুটবল কিংবদন্তী।

এদিকে ১৯৮৬ বিশ্বকাপের সেই আলোচিত ঘটনার দীর্ঘ ২৮ বছর পর গত বছর ম্যারাডোনার ‘বিতর্কিত’ সেই গোল নিয়ে মুখ খুলেছেন রেফারি আলী বিন নাসের। এই তিউনিস রেফারি জানিয়েছেন, ঐ ঘটনায় তার কোনো দোষ ছিল না। ম্যাচে তার সহকারী বুলগেরিয়ান লাইন্সম্যান বগজান দোয়াৎচেভের ভুলেই গোলটি হয়েছিল।



এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।