অসম্ভবকে সম্ভব করতে মাঠে নামছে বার্সা


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৭ আগস্ট ২০১৫

অসম্ভব এক টার্গেট নিয়ে আজ মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্যান ম্যামেসে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলে হারের পর মৌসুমের পঞ্চম শিরোপা ঘরে তুলতে আজকের ম্যাচে কমপক্ষে পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে কাতালান ক্লাবটিকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুই টায়।

ঘরের মাঠ ন্যু ক্যাম্প বলেই দারুণ আত্মবিশ্বাসী বার্সার খেলোয়াড়রা। বিলবাওয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে টুইটারে পিকে লিখেছেন, `ন্যু ক্যাম্পের ৯০ মিনিটে আমার আস্থা আছে।` কাতালানদের কোচ লুইস এনরিকে প্রথম লেগে হারার পরই বলেছেন, `এখান থেকে কেউ যদি ঘুরে দাঁড়াতে পারে, তবে সেটা শুধু বার্সেলোনার পক্ষেই সম্ভব।` আন্দ্রেস ইনিয়েস্তাও সতীর্থদের উদ্দীপ্ত করে বলেছেন, `পরশু কিছুই ঠিকঠাক হয়নি আমাদের। কিন্তু অসম্ভব বলে কিছু নেই। ঘুরে দাঁড়ানোয় বিশ্বাস রাখতে হবে।`

তবে ইতিহাসকে সাথে পাচ্ছে বার্সেলোনা। পাঁচ বছর আগের সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারলেও ফিরতি লেগে ৪-০ ব্যবধানের জয় তুলে নিয়েছিল বার্সা। দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে সানসিরোয় এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় কাতালানরা। ফিরতি লেগটি ৪-০ গোলে জিতে পরের রাউন্ড নিশ্চিত করে তারা। এছাড়া এই টুর্নামেন্টেই প্রথম লেগে ৪ গোলে হারের পর ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর নজিরও রয়েছে তিনটি। আজ সে তালিকায় চতুর্থ দল হিসেবে নাম লেখানোর চেষ্টায় নামবে বার্সা।

উল্লেখ্য গত ১৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ৮ গোল হজম করল বার্সা। এছাড়া গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ৪ গোল খেতে হলো কাতালান ক্লাবটিকে।

ইনজুরির জন্য দলের অন্যতম সেরা তারকা নেইমার ও জর্ডি আলবাকে পাচ্ছেন না এনরিকে। একই সমস্যা অবশ্য রয়েছে প্রতিপক্ষেও। প্রথম লেগে মূল একাদশে সুযোগ পাওয়া চারজন নিয়মিত খেলোয়াড়কে পাচ্ছে না অ্যাথলেটিক বিলবাও। প্রথম লেগে হ্যাটট্রিক করা অভিজ্ঞ স্ট্রাইকার আদুরিজ সতীর্থদের সতর্ক করে বলেছেন, `বার্সেলোনা তাদের মাঠে চার গোল করতে পারবে না, এট ভাবার কোনো কারণ নেই। তারা সেরা দল বলেই যেকোনো কিছু ঘটাতে সক্ষম।`

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।