চেলসিকে উড়িয়ে দিলো ম্যানসিটি


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৭ আগস্ট ২০১৫

দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারছে না চ্যাম্পিয়ন চেলসি। গত ম্যাচে সোয়ানসি সিটির সাথে ড্র করার পর এই ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে উড়ে গেছে তারা। গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নেয় ম্যানসিটি।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে রোববার ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকে ম্যানসিটি। আগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট ব্রমউইচকে ৩-০ গোলে হারিয়েছিল ম্যানুয়েল পেল্লেগ্রিনির ছেলেরা। প্রতিপক্ষ বদলালেও স্কোরলাইন বদলায়নি। সার্জিও আগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি ও ফার্নান্ডিনহোর গোলে চেলসিকেও ৩-০ গোলে হারাল তারা। গোল না করলেও তিনটি গোলের উৎস ছিলেন স্প্যানিশ তারকা ডেভিড সিলভা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত মেজাজে ছিলেন আগুয়েরো৷ ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো গতবারের রানার্সআপরা। ছয় মিনিটের মধ্যে আরো দুটি গোল বঞ্চিত হয় তারা। দুর্ভাগ্যের কারনে বল জালের ঠিকানা খুঁজে পায়নি। চেলসি গোলরক্ষক আসমির বেগোভিচের দৃঢ়টায় দুবারই হতাশ হতে হয় সিটিকে। ২১ মিনিটে আবারো সহজ সুযোগ নষ্ট করেন আগুয়েরো। তবে ৩২তম মিনিটে ডেভিড সিলভার পাস পেয়ে ডি বক্সের মধ্যে চার জনকে কাটিয়ে বাঁ পায়ের দুরন্ত শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন।

৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটির অধিনায়ক ভিসেন্ট কোম্পানি। সিলভার কর্নার থেকে হেড করে বল জালে পাঠান এই বেলজিয়ান। ছয় মিনিট পর স্কোরলাইন ৩-০ করে ফেলেন ফার্নান্ডিনহো। চেলসির রক্ষণের ভুলে ডি বক্সের সামনে বল পেয়ে যান সেই সিলভা। তার পা ঘুরে বল পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে কুনাকুনি শটে গোল করে জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান।

দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে রইল ম্যানচেস্টার সিটি। অপর দিকে দুই ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ১ পয়েন্ট।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।