অস্ট্রেলিয়ার সিরিজ জয়


প্রকাশিত: ০২:৫৩ এএম, ১১ অক্টোবর ২০১৪

পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ানরা। পাকিস্তানের দেওয়া ২১৬ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে ৪০ বল বাকি থাকতেই ছুঁয়েছে তারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ৯৩ রানে। ফলে সিরিজে ২-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে জর্জ বেইলির দল।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করেছে পাকিস্তান। ওপেনিং জুটিতে ১২৬ রান পেয়েছে মিসবাহ উল হকের দল। ওয়ানডে ক্যারিয়ারের ৮ম হাফসেঞ্চুরি করেছেন ওপেনার আহমেদ সেহজাদ। আউট হওয়ার আগে করেছেন ৬১ রান। অপর ওপেনার সরফরাজ আহমেদ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। আউট হয়েছেন ব্যক্তিগত ৬৫ রানে। এই দুই ব্যাটসম্যান ক্রিজ ছাড়ার পর ধস নেমেছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। শেষ অবধি ৪৯.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার পক্ষে ৪০ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন পেসার মিশেল জনসন।

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ানদের। ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানেই ২ উইকেট হারিয়েছে তারা। এর পর দলীয় ৭২ রানে আরেকটি উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়ার। তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক বেইলি ও মিডলঅর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল শক্ত হাতে হাল ধরেছেন। এই জুটিতে ৮৫ রান জমা পড়েছে অস্ট্রেলিয়ার রান ভাণ্ডারে। ব্যক্তিগত ২৮ রানে রানআউট হয়েছেন বেইলি। ম্যাক্সওয়েল আউট হয়েছেন ব্যক্তিগত ৭৬ রানে। অস্ট্রেলিয়া তখন জয় থেকে ৩৮ রান দূরে; ম্যাচ শেষ হতে বাকি আরও ১৩ ওভার। এর পর জেমস ফাকনার ও ব্র্যাড হেডিন বাকি কাজটা সমাপ্ত করেছেন নির্বিঘ্নে। ৪০ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে সিরিজ জিতেছে বেইলিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।