বনদস্যু আজিজুল অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৫ আগস্ট ২০১৫

খুলনার কয়রা থানা পুলিশ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ইলিয়াস বাহিনীর সাবেক সদস্য বর্তমানে সুন্দরবনের রবিউল বাহিনীর দ্বিতীয় প্রধান বনদস্যু আজিজুর রহমানকে (৩২) আটক করেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আমাদী ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় আজিজুল হককে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়ি কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের অপার পার্শের সুন্দরবনের ভিতরে মাটির নিচে পুতে রাখা একটি বিদেশি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে।

মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার বলেন, আটক বনদস্যু আজিজুর রহমান পূর্বে ইলিয়াস বাহিনীর সদস্য ছিল। বর্তমানে সে নিজেই একটি বাহিনী তৈরি করে সুন্দরবনে দস্যুতা করছিল।

আলমগীর হান্নান/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।