শ্রীলঙ্কার নাটকীয় জয়


প্রকাশিত: ০৮:২২ এএম, ১৫ আগস্ট ২০১৫

প্রথম দুই দিনই পুরো ব্যাকফুটে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মাত্র ১৭৫ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ম্যাচের পুরো চিত্রই বদলে দিল তারা। রঙ্গনা হেরাথের বোলিং তোপে নাটকীয় জয় পেলো ম্যাথুজের দল। ৬৩ রানের ব্যবধানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো স্বাগতিকরা।  

গলে ১৭৬ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই হেরাথের বোলিং তোপে পড়ে ভারতের ব্যাটসম্যানরা। আগের দিনই লোকেশ রাহুলকে ফিরিয়ে ম্যাচে নিজেদের অবস্থান জানায় শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

শনিবার সকালে আগের দিনের এক উইকেটে ২৩ রান নিয়ে খেলতে নেমে ৭ রান যোগ করতেই নাইটওয়াচম্যান ইশান্ত শর্মাকে হারায় ভারত। এরপর একে একে বিদায় নেন দলের অন্য ব্যাটসম্যানরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আজিঙ্কা রাহানে। এছাড়া শেখর ধাওয়ান করেন ২৮ রান। নাইটওয়াচম্যান ইশান্ত শর্মা ১০ এবং শেষদিকে অমিত মিশ্রার ১৫ রান ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌছুতে পারেননি।

শ্রীলঙ্কার পক্ষে ৪৮ রানে ৭টি উইকেট পান রঙ্গনা হেরাথ। আরেক স্পিনার থারিন্দু কৌশল ৪৭ রানে নেন ৩টি উইকেট।
এর আগে দিনেশ চান্দিমালের দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় দিনে লিড পায় ওয়ানডে স্টাইলে ব্যাট করে স্বাগতিকদের ১৭৫ রানের লিড এনে দিয়েছিলেন এ তারকা।  দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রান করে শ্রীলঙ্কা। তবে গল টেস্টের প্রথম দিন থেকেই আধিপত্য বিস্তার করেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ১৮৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। এরপর ভারত শেখর ধাওয়ান এবং বিরাট কোহলির দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে ৩৭৫ রান করে।   

আরটি/এএইচ /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।