বিলবাওর কাছে হারলো বার্সেলোনা


প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৫ আগস্ট ২০১৫

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে অ্যাতলেতিকো বিলবাওয়ের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে তারকাবহুল দল বার্সেলনা।  স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নিজেদের মাটিতে বার্সাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে গত মৌসুমে কোপা দেল রে`র রানার্সআপ বিলবাও।

দলের হয়ে দারুণ এক হ্যাটট্রিক করেন আরিতস আদুরিস। বিলবাওয়ের মাঠ সান মামেসে প্রথম একাদশে বার্সা কোচ লুইস এনরিক রেখেছিলেন টার স্টেগেন, দানি আলভেজ, ভারমেলন, বারত্রা, আদ্রিয়ানো, সার্জি রবার্তো, মাশচেরানো, রাফিনহা, মেসি, সুয়ারেজ আর পেদ্রোকে।

এছাড়া দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রেকিটিচ, সান্দ্রো রামিরেজ। কিন্তু বড় ব্যবধানের পরাজয় ঠেকাতে পারেনি কাতালানরা।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সান জোসে। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান স্প্যানিশ আদুরিস। স্যাবিনের অ্যাসিস্ট থেকে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার।

৬২ মিনিটের মাথায় দলের তৃতীয় আর নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। নিজের হ্যাটট্রিক পূরণ করতে বেশি সময় লাগেনি আদুরিসের। ৬৮ মিনিটের মাথায় বার্সার জালে চতুর্থবারের মতো বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক উদযাপন করেন তিনি।

দানি আলভেসের ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আদুরিস। বাকি সময়ে আর গোল পায়নি বিলবাও।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।