লন্ডন সফর স্থগিত করলেন খালেদা


প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৪ আগস্ট ২০১৫

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি বাদশার আমন্ত্রণে রমজান মাসে দেশটিতে যাওয়ার কথা শোনা গেলেও পরবর্তীতে সফর স্থগিত করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এবার চিকিৎসকের শিডিউল চূড়ান্ত না হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর আপাতত স্থগিত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চিকিৎসকের শিডিউল না মিললে আগস্টে লন্ডন যেতে পারছেন না বেগম জিয়া।

বিএনপির একাধিক ঘনিষ্ট সূত্র বলছে, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও চিকিৎসকের শিডিউল পাওয়া যাচ্ছে না। এ কারণেই চলতি মাসে হয়তো লন্ডন যেতে পারবেন না নেত্রী। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য তাকে লন্ডন যেতে হবে।

দলীয় সূত্র মতে, খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য লন্ডনের মুল ফিল্ড হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছেন। এজন্য যেখানে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান বেশ কিছু দিন দৌড়াদৌড়িও করেছেন। তবে মুল ফিল্ড হাসপাতালের চিকিৎসকদের দেয়া শিডিউলের সঙ্গে খালেদা জিয়ার শিডিউল মিলছে না। আর এতেই বিপত্তি দেখা দিয়েছে।

জানা যায়, দুদকের করা মামলায় ১০ আগস্ট আদালতে হাজিরা না দেয়ায় পরবর্তী ২৭ আগস্ট খালেদা জিয়াকে আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে।

বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতা বলছেন, মুল ফিল্ড হাসপাতালের শিডিউল এগিয়ে আনা সম্ভব হলে দু’এক দিনের মধ্যেই লন্ডন যেতে পারেন খালেদা জিয়া।

এবিষয়ে খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল জানান, আপাতত ম্যাডামের (খালেদা জিয়া) লন্ডন যাওয়া হচ্ছে না। উভয় দিকের সমস্যা মিটলেই তিনি লন্ডন যাত্রা করবেন।

জানা গেছে, শুধু চিকিৎসার জন্য নয়, খালেদা জিয়ার দলের বিভিন্ন বিষয় নিয়ে তারেক জিয়ার সঙ্গে আলোচনায় বসবেন। বিশেষ করে দল পুনর্গঠন, মধ্যবর্তী নির্বাচন, পরবর্তী আন্দোলনের কৌশলের মতো বিষয়গুলো আলোচনায় প্রধান্য পাবে।

এমএম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।