সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক মসজিদ : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৪ আগস্ট ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, `মসজিদ কেবলমাত্র নামাজ-ইবাদত বন্দেগির স্থান নয়, এখানে মানুষের সেবারও জায়গা। এটি আল্লাহর ঘর। এখানে বৈষম্যের কোন স্থান নেই। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির একটি প্রতীক হচ্ছে মসজিদ। পৃথিবীতে মানুষের সেবার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ইসলাম ধর্ম সব সময় ইনসানিয়াতকে অগ্রাধিকার দিয়েছে।

শুক্রবার সিলেট নগরের ধোপাদিঘীর পূর্বপাড় সংলগ্ন সিটি কর্পোরেশনের নির্মিত জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী নবনির্মিত মসজিদ ঘুরে ঘুরে দেখেন এবং নির্মাণ কাজের সন্তোষ প্রকাশ করেন। তিনি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকলকে এবং ঠিকাদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুরোধে সাড়া দিয়েই তিনি এখানে মসজিদ নির্মাণে সম্মত হয়েছেন। মসজিদের কাজও যথেষ্ট ভালো হয়েছে এবং এই মসজিদে প্রথমবারের মতো নামাজ আদায়ের সুযোগ পাওয়ায় অর্থমন্ত্রী নিজেকে সৌভাগ্যবান হিসেবে অভিহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

উদ্বোধনকালে সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।