জিয়া বঙ্গবন্ধুর খুনীদের প্রতিষ্ঠিত করেছেন : ঢাবি উপাচার্য
‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভীত মজবুত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আরেফিন সিদ্দিকী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিয়েই ক্ষান্ত হয়নি, দেশে-বিদেশে তাদের প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টাও করেছেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ হত্যাকাণ্ডের বিচার এতদিন পরে হলেও সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু খুনীদের বিচার করলেই হবে না, যারা পিছন থেকে এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।’
তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা নিহত না হলে বাংলাদেশ আজকে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হত।’
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মতিউর রহমান লাল্টু, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
আএসএস/এসকেডি/এমএস