বিমানের প্রথম হজ ফ্লাইট রোববার
বিমানের উদ্বোধনী হজ ফ্লাইট রোববার (১৬ আগস্ট)। উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওইদিন সকাল ৮টায় বিমানের প্রথম হজ ফ্লাইটের (বিজি-১০১১) ৪শ’ ১৯ জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় আশকোনা’ হাজি ক্যাম্পে হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় হাজি ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।
বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান ৪ নম্বর গেটে অনুষ্ঠিত হবে। এ সময় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান এমপিও উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
আরএম/এসএইচএস/এমআরআই