মরিনহোর তোপে চাকরি হারাচ্ছেন নারী ডাক্তার!
মরিনহোর তোপে শেষ পর্যন্ত চাকরি হারাচ্ছেন চেলসির নারী ডাক্তার এভা কারনেইরো। অপ্রয়োজনে মাঠে ঢোকার অপরাধে কপাল পুড়তে যাচ্ছে চেলসি ফুটবল দলের এই ডাক্তারের।
শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় ম্যাচে মাঠে থাকা হচ্ছে না এভা কারনেইরোর। তাই স্বাভাবিকভাবেই গুঞ্জন আরও বেশি চাউর হচ্ছে ফুটবলপাড়ায়। যদিও ক্লাব থেকে বলা হয়েছে আপাতত এভাকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে না।
ঘটনাটি ঘটে নিজেদের প্রথম ম্যাচ সোয়ানসির বিপক্ষে। ম্যাচের ৫২ মিনিটে গোলরক্ষক থিবো কুরতোয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৫ মিনিটে হালকা ব্যথা পান স্ট্রাইকার ইডেন হ্যাজার্ড। এ সময় নারী চিকিৎসক এভা মাঠে ঢুকে যান। ফুটবলের নিয়ম অনুযায়ী চিকিৎসক মাঠে ঢুকলে খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে। তাই স্বাভাবিকভাবেই মাঠ ছাড়তে হয় হ্যাজার্ডকে। মরিনহোর মতে হ্যাজার্ডের ইনজুরি মাঠ ছাড়ার মত গুরুতর ছিল না। এতে কার্যত ৯ জনের দলে পরিণত হয় চেলসি।
শেষপর্যন্ত সেই ম্যাচে পয়েন্ট হাতছাড়া হয় বর্তমান চ্যাম্পিয়নদের। শুরুতেই অপেক্ষাকৃত দুর্বল সোয়ানসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি মানতে পারেন নি চেলসি কোচ। বরাবরই চেলসি ম্যানেজার ম্যাচ হারলে কারো উপর মনে ঝাল তোলেন। এদিন তার তোপে পড়েছিলেন এভা কারনেইরো।
ম্যাচ শেষে ডাক্তারের প্রতি নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে বলেছিলেন, ‘আমাদের মেডিকেল স্টাফের ওপর আমি মোটেও সন্তুষ্ট নই। আপনি ডাক্তার আর সেক্রেটারি যাই হোন না কেন আপনাকে খেলাটা বুঝতে হবে। এমন মুহূর্তে একজন খেলোয়াড় কমে গেলে দলের অবস্থা কি হয় সেটা বুঝতে হবে। কোনো খেলোয়াড় আহত হলে মাঠে গিয়ে আপনাকে দেখতে হবে, সে কতটা অসুস্থ। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না। আমি নিশ্চিত, হাজার্ড মাঠ থেকে বের হওয়ার মতো ইনজুরিতে পড়েনি। সে অনেক ক্লান্ত ছিল। একটু বিশ্রাম নিলেই সে ঠিক হয়ে যেত’ মরিনহোর এমন ক্ষ্যাপার পরই কারনেইরোর বর্তমান অবস্থা সংকটের মধ্যে।
আরটি/একে/এমআরআই