‘ক্যারি অন’ পুনর্বহালের দাবিতে বিএমডিসি ঘেরাও, গেটে তালা
এমবিবিএস কোর্স কারিকুলামে ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয় ঘেরাও করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের কয়েকশ’ শিক্ষার্থী বিএমডিসি কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে মিছিল ও স্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে বাজার থেকে নতুন তালা কিনে এনে প্রবেশদ্বারে তালা ঝুঁলিয়ে দেয় শিক্ষার্থীরা। জানা গেছে, এ সময় বিএমডিসিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক চলছিল।
বিএমডিসির একাধিক নেতা ও সভাপতি অধ্যাপক ডা. আবু শফি আহমেদ আমিন, ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমডিসির কেন্দ্রীয় কমিটির সদস্য বিএসএমএমইউ’র প্রো-ভিসি ও সাবেক বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়াসহ সবাই এসময় ভেতরে অবস্থান করছিলেন। বৈঠকের শেষের দিকে তারা জানতে পারেন শিক্ষার্থীরা বিএমডিসি ঘেরাও করেছে।
বিএমডিসির রেজিস্ট্রার বৃহস্পতিবার বিকেলে সোয়া ৩টায় জাগো নিউজকে জানান, তারা তখনো তালাবদ্ধ অবস্থায় ভেতরে অবস্থান করছেন। বিএমডিসির সভাপতি ও বিএমএ মহাসচিবসহ চিকিৎসক নেতারা তাদের (শিক্ষার্থীদের) বুঝিয়ে বলেছেন, সম্প্রতি যারা ফেল করেছে তারা ব্যাচম্যাটদের সঙ্গে পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। শুধু শর্ত থাকবে তাদেরকে নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য পরীক্ষায় পাস করতে হবে।
কিন্তু আন্দোলকারীরা কোন প্রকার শর্তে রাজি নয়। তারা বিনা শর্তে ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের তাৎক্ষণিক সিদ্ধান্ত ঘোষণা দেয়ার দাবি জানাতে থাকে।
এমইউ/এসএইচএস/পিআর