চোরাচালান বন্ধে কাজ করছে যৌথ টাস্কফোর্স
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে ভারত ও বাংলাদেশের যৌথ টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সরকারের সম্মতিক্রমে ফেইক কারেন্সি (জাল টাকা) অপতৎপরতা বন্ধে যৌথ টাস্কফোর্স গঠিত হয়েছে। এই টাস্কফোর্স বছরে দুইবার যৌথ সম্মেলন করবে। গতবার ভারতে সম্মেলন
হয়েছে। এবার বাংলাদেশে হচ্ছে। গত বুধবার এ দুই দিনের এ সম্মেলন শুরু হয়। আজও সারা দিন চলবে।
তিনি বলেন, টাস্কফোর্সের এই যৌথ আলোচনায় ভারতের ন্যাশনাল ইনফেস্টিগেশন এজেন্সি(এনআইএ) এর সঙ্গে জালনোটসহ সব ধরণের চোরাচালানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেয়া হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইনফেস্টিগেশন এজেন্সি(এনআইএ) এর প্রধান এসকে সিং, বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগরে যুগ্ম কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম, সিআইডির বিশেষ শাখার পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী, সিআইডির কর্মকর্তা ও এনআইয়ে কর্মকর্তাবৃন্দ।
জেইউ/এএইচ/আরআইপি