বাবা কোচ ছেলে অধিনায়ক


প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৩ আগস্ট ২০১৫

রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সারির দল কাস্তিলা`র কোচের দায়িত্বে আছেন ফরাসি  ফুটবলার জিনেদিন জিদান। আর মাদ্রিদ কাস্তিলা দলের হয়ে খেলছেন নিজের বড় ছেলে এনজো জিদান। এবার ২০ বছর বয়সী এনজো জিদানকে রিয়াল মাদ্রিদ `বি` দলের অধিনায়ক ঘোষণা করলেন তার বাবা জিনেদিন জিদান। ২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিলা দলের নেতৃত্বভার থাকছে জিদানপুত্র এনজোর ওপর।

রিয়ালের দ্বিতীয় দলটিকে এর মধ্যে প্রাক মৌসুমের তিন ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এনজো। ভিয়ারিয়াল বি, বার্গোস ও জিমনাস্তিকা সেগোভিয়ানার বিপক্ষে রিয়ালের দ্বিতীয় সারির দলের অধিনায়কত্ব করেছেন তিনি। শেষ মৌসুমে এই মিডফিল্ডার কাস্তিলা দল ও রিয়াল মাদ্রিদ `সি` দলের হয়ে খেলেছেন। সেগুন্দা বিতে ৮টি ম্যাচ ও স্প্যানিশ তৃতীয় বিভাগে আরো ২৬টি ম্যাচ খেলেছেন এনজো। করেছেন চারটি গোল।

স্পেন ও ফ্রান্সের নাগরিক এনজো। বেছে নিতে পারেন যেকোনো দেশকে। তার বাবার আপত্তি নেই কোনো কিছুতেই। বাবার সূত্রেই আলজেরিয়ার হয়ে খেলায়ও বাধা নেই এনজোর। ফ্রেঞ্চ কিংবদন্তি জিদানের পুত্র অবশ্য ফ্রান্সকেই বেছে নেবেন, এটাই বাস্তবতা।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।