তারেক-মিশুকের মৃত্যুবার্ষিকী : মানিকগঞ্জে নানা কর্মসূচি


প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৩ আগস্ট ২০১৫

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনিরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি পালন উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, বারাঠাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে সকালে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় নির্মিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরপর নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। পরে আলোচনা সভায় তারেক মাসুদ ও মিশুক মনিরের স্মৃতিচারণ করে আলোচন সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১১ সালের এই দিনে (১৩ আগস্ট) মানিকগঞ্জের শিবালয় উপজেলার সালজানা গ্রামে কাগজের ফুল ছবির স্যুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ অফিসার মিশুক মুনিরসহ ৫ জন নিহত হন।  

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।