বেনফিকার বিপক্ষে আজ মাঠে নামবে শেখ জামাল


প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১২ আগস্ট ২০১৫

গত পাঁচ বছরে ঘরোয়া ফুটবলের আসর পেশাদার ফুটবল লিগে তিনবার চাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এছাড়া দেশের বাইরে নেপালের পোখারা কাপ ও ভুটানের কিংস কাপেরও শিরোপা জিতেছে তারা।

তবে অল্পের জন্য ভারতের প্রাচীন টুর্নামেন্ট আইএফএ শিল্ডের ট্রফি হাতছাড়া হয়ে যায়। ওই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে দেশের মুখ উজ্জ্বল করে অভিজাতপাড়ার দলটি।

এবার মিশন এএফসি কাপের মূলপর্বে জায়গা করে নেয়া। সে লক্ষ্যে আজ কিরগিজস্তানের বিশকেকে ম্যাকাওয়ের প্রিমিয়ার লিগ চাম্পিয়ন সিএএসএ বেনফিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে শেখ জামাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হবে।

এদিকে প্রাক-বাছাইয়ে বি গ্রুপে নিজেদের সিএএসএ বেনফিকা প্রথম ম্যাচে ০-২ গোলে হেরেছে কিরগিজ চ্যাম্পিয়ন এফসি আলগার কাছে।

এএফসি সাফল্যের জন্য খেলতে গেলেও দলের তিন বিদেশির মধ্যে ওয়েডসন আনসেলমিকে মাঠে পাচ্ছে না শেখ জামাল এই মিশনে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।