সম্রাট আকবরের আমলের কোরআন উদ্ধার


প্রকাশিত: ১০:১৯ পিএম, ১২ আগস্ট ২০১৫

মোগল সম্রাট আকবরের আমলের এক খণ্ড পবিত্র কোরআন উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। কর্নাটকের মাইসোর জেলা থেকে ৪১০ বছর আগের এ কোরআন শরিফটি উদ্ধার করা হয়।

ভারতের হিন্দু পত্রিকায় বলা হয়েছে, ১০ জনের একটি চক্র পবিত্র কোরআনের ওই কপিটি বিক্রির চেষ্টার করলে পুলিশ তাদের কাছ থেকে সেটি উদ্ধার করে। চক্রটি পবিত্র কোরআনটির দাম চেয়েছিল পাঁচ কোটি রুপি।

মাইসোর জেলার এসপি অভিনব খের সংবাদমাধ্যমকে বলেন, আমরা মূল্যবান একটি ইসলামি পুস্তক বিক্রির খবর শেয়ার করা ভিডিও`র মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠাই। তারা সেটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, ইতিহাসবিদ বি শেখ আলী এই কোরআনে থাকা ক্যালিগ্রাফিকে অমূল্য সম্পদ হিসেবে অভিহিত করেছেন। কোরআনটির পৃষ্ঠা সংখ্যা ৬০৪।

এর শেষ পৃষ্ঠায় রচনাকাল লেখা রয়েছে। এখানে বলা হয়েছে, এটা লেখা হয়েছে ১০৫০ হিজরি সালে (১৬০৫ খ্রিস্টীয় সন)।

এই সময় ভারতবর্ষে মোগল শাসন সর্বোচ্চ অবস্থায় ছিল। ভারতে লেখা এটাই প্রাচীনতম পবিত্র কোরআনের কপি বলে ধারণা করা হচ্ছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।