তাসকিনের সঙ্গে নৈশভোজে ক্রিকেটপ্রেমী মীম-কবির


প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১২ আগস্ট ২০১৫

বাংলাদেশ ক্রিকেট তারকা তাসকিন আহমেদের সঙ্গে নৈশভোজ করলেন রেজওয়ান ইসলাম মীম ও কবির উদ্দিন মিয়া। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ ডাল ও প্রাণ চানাচুর এই সুযোগ করে দিলো দুই তাসকিন ভক্তকে।

taskin
বুধবার রাতে রাজধানীর রিজেন্সি হোটেলে এই নৈশভোজে তাসকিনের সঙ্গে একই টেবিলে খেতে বসলেন সপ্তম শ্রেণি পড়ুয়া মীম ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কবির। ক্রিকেট তারকা তাসকিনের সঙ্গে একই টেবিলে খেতে পেড়ে অভিভূত দুই ক্রিকেটপ্রেমী।

taskin
প্রাণ চানাচুর এবং প্রাণ ডাল-এর আয়োজনে কুইজে অংশ নিয়ে দুই ক্রিকেটভক্ত বিজয়ী হয়েছিলেন। ‘কুইজে অংশ নিন, তাসকিনের সঙ্গে নৈশভোজ করুন এবং কুইজে অংশ নিন, জিতে নিন ট্যাব’ এই আয়োজনে সঠিক উত্তর দিয়ে জিতেছেন তারা।

taskin
দুই ক্রিকেটভক্তের সঙ্গে নৈশভোজের এই সময়টা উপভোগ করেছেন তাকসিন আহমেদও। তিনি বলেন, প্রাণ-আরএফএল অনেক বড় কোম্পানি। তারা নানাভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আছে। ক্রিকেটপ্রেমীদের জন্য এই বিশেষ কুইজ আয়োজন করায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও তারা এই ধরনের আয়োজন করবে। আমি প্রাণ-আরএফএল গ্রুপের এমন আয়োজনের সঙ্গে থাকতে চাই।

taskin
মীম বলেন, তাসকিন আমার প্রিয় খেলোয়াড়। আমি পত্রিকার মাধ্যমে প্রাণ চানাচুরের এই কুইজের তথ্য জানতে পেরে অংশ নেই। বিজয়ী হয়ে তাসকিনের সঙ্গে নৈশভোজের সুযোগ আমার জন্য অনেক বড় পাওয়া।

taskin
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক কবিরও আনন্দিত এই সুযোগে। তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ। এই আয়োজন সত্যিই অন্যরকম। আমি নিয়মিতই বিভিন্ন কুইজে অংশ নেই। পুরস্কারও জিতেছি। তবে তাসকিনের সঙ্গে নৈশভোজের সুযোাগ হয়তো পেতাম না।

taskin
কবির উদ্দিন প্রাণ ডাল-এর কুইজে অংশ নিয়ে জিতে নিয়েছেন একটি ট্যাবও। নৈশভোজে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের প্রধান আলী হাসানসহ গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মীমের মা-বাবা এবং কবিরের এক বন্ধুও নৈশভোজে অংশ নেন।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।