বাংলাদেশ-ভারত-শ্রীলংকা অপরিচ্ছন্ন : ওয়ার্নার


প্রকাশিত: ০৯:১৬ এএম, ১২ আগস্ট ২০১৫

চলতি অ্যাশেজে চরম ব্যর্থতার জের ধরে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া বাহিনী। আর সেখান থেকেই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু বাংলাদেশ সফরের আগে রীতিমত বাংলাদেশ-ভারত-শ্রীলংকা বিরোধী মন্তব্য করে বসলেন অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার হয়ে যে কোন সফরে নিজের স্ত্রী-কন্যাকে সাথে করে নিয়ে যান ওয়ার্নার। কিন্তু অক্টোবরের বাংলাদেশ সফরের সময় তাদেরকে সাথে আনতে ইচ্ছুক নন ওয়ার্নার। কারণ হচ্ছে এখানকার পরিবেশ! এ সম্পর্কে ওয়ার্নার বলেছেন, ‘বাংলাদেশ, ভারত বা শ্রীলংকায় স্ত্রী-পরিবার নিয়ে যাওয়া মুশকিল। বিশেষ করে যদি আপনার ছোট সন্তান থাকে। ও সব দেশে প্রচুর পোকামাকড় আছে। বাচ্চাদের নিয়ে যাওয়ার পক্ষে মোটেই ভাল পরিবেশ নয়। বেশ অপরিচ্ছন্ন। খারাপ কিছু একটা হয়ে যেতে পারে!

উল্লেখ্য, কিছুদিন আগে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের অসুস্থ হয়ে পড়ার উদাহরণ দিয়েছেন ওয়ার্নার।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।