ভারতে ১৯২ বার হামলা চালিয়েছে পাকিস্তান


প্রকাশিত: ০৭:০১ পিএম, ১১ আগস্ট ২০১৫

পাকিস্তান চলতি বছর এখন পর্যন্ত ১৯২ বার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরে গুলিবর্ষণ করেছে বলে মঙ্গলবার লোকসভায় সরকারিভাবে তথ্য পেশ করেছে ভারত সরকার। এই পরিসংখ্যান ২৬ জুলাই পর্যন্ত। ভারতে যে তার যোগ্য প্রত্যুত্তরও দিয়েছে, সে কথাও জানানো হয় সংসদে।

লোকসভায় জানানো হয়, সীমান্তে এই গোলাগুলিতে যে সমস্ত নাগরিক মারা গেছেন, তাদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের দেয়া ক্ষতিপূরণের পরে অতিরিক্ত হিসেবেই এই টাকা দেয়া হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই পরাঠীভাই চৌধুরী লিখিত পরিসংখ্যানে জানান, আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ২৬ জুলাই পর্যন্ত পাকিস্তান ১৯২ বার জম্মু-ক্শ্মীরে গুলি ছুড়েছে। তাতে তিনজনের মৃত্যু হয়েছে।

মারা গেছেন এক বিএসএফ সদস্যও। আহত হয়েছেন ২২ জন। আর ক্ষতিগ্রস্ত সব মিলিয়ে সাত হাজার একশ` ১০ জন। গোলাগুলিতে সীমান্ত এলাকার ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিসংখ্যানে বলা হয়, গত বছর কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছিল ৪৩০ বার। গুলি লেগে মৃত্যু হয়েছিল ১৪ জনের। যার মধ্যে ১২ জনই সাধারণ নাগরিক এবং দুইজন বিএসএফ সদস্য। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় দুই লাখ মানুষ।

তার আগের বছর, অর্থাৎ ২০১৩ সালে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে ১৪৮ বার। ২০১২ সালে এই সীমান্ত লঙ্ঘনের ঘটনা ছিল মোটে ২১ বার।

এই পরিসংখ্যান থেকে পরিষ্কার সীমান্ত সীমা লঙ্ঘন করে গোলাগুলি চালানোয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান। বছরের প্রথম সাত-মাসেই ১৯২ বার!

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।