কালীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১১ আগস্ট ২০১৫

ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে উপজেলার পৌর এলাকায় তুমলিয়া এলাকার ছাত্র-বন্ধু আইসক্রিম ফ্যাক্টরিকে সিলগালা এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলামের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ওই ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং এক হাজার পিস আইসক্রিম, বিভিন্ন ধরনের কেমিক্যাল, নিষিদ্ধ পলিথিন, বালি, পোলার ও চকবার লেখা অসংখ্য স্টিকার জব্দ করেন।

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।