চতুর্থ শিরোপার সামনে বার্সা


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১১ আগস্ট ২০১৫

স্প্যানিশ লিগ, কোপা ডেল রে আর চ্যাম্পিয়নস লিগের পর এবার উয়েফা সুপার কাপের শিরোপার সামনে বার্সেলোনা। আজ সুপার কাপের ফাইনালে সেভিয়াকে হারাতে পারলেই মৌসুমে চতুর্থ শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করবে মেসি-নেইমাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় জর্জিয়ার তিবিলিসিতে।

স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া। আর এই দুই সেরা ক্লাবের সেরার লড়াই এবার ভক্তরা দেখবে উয়েফা সুপার কাপের ফাইনালে। কোন ক্লাব সেরা। তাতে সমালোচকরা বার্সাকে এগিয়ে রাখলেও, অনেক কাঠখড় পার করে ফাইনালে উঠায় সেভিয়াকেও তো হেলায় ফেলা যাচ্ছে না।

কদিন পরেই শুরু স্প্যানিশ লিগের নতুন মৌসুম। তাই তার আগে কাতালানরা নিশ্চয়ই চাইবে সেভিয়াকে হারিয়ে এই শিরোপাটাও নিজেদের করে নিতে। যাতে মৌসুমটা শুরু করা যায় দাপটের সঙ্গে। যদিও ইনজুরির কারণে বার্সা এ ম্যাচে পাচ্ছেনা ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তাই মেসি, সুয়ারেজের ওপরই আক্রমণভাগের ভরসা রাখতে হচ্ছে কোচ লুই এনরিকেকে। এছাড়া, জাভি হার্নান্দেজের অভাব পূরণের জন্য এবার বাড়তি চাপ নিতে ইভান র‌্যাকিটিচও আছেন মুখিয়ে।

অন্যদিকে, ইউরোপিয়ান লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার পরিসংখ্যানটা খুব বেশি সুখকর না হলেও, তারাও চাইবে কাতালানদের বিপক্ষে জয় তুলে নিতে। আর সে হুশিয়ারিই দিয়ে রাখলেন গোলরক্ষক বেতো। সেই সাথে সেভিয়ার জন্য বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজে দেবে, ২০০৬ সালে এই বার্সেলোনার বিপক্ষেই ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা জয়।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।