আরজ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১০ আগস্ট ২০১৫

মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে চাঞ্চল্যকর আরজ আলী হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি রায়নগর গ্রামের দুলাল শেখের ছেলে সাইফুলকে আটক করা হয়।

আসামি সাইফুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। সোমবার বিকেলে তাকে মাগুরা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরকীয়া প্রেমের কারণে গত ২৩ জুলাই সাইফুল ও তার সঙ্গীরা রায়নগর গ্রামের আরজ আলীকে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী গড়াই নদীতে ফেলে দেয়। পরদিন মরদেহ নদীতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ আরজ আলীর স্ত্রী রোজিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার প্রেমিক সাইফুল ও সঙ্গীদের নিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত করেছেন মর্মে স্বীকারোক্তি দেন।

আরাফাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।