হাসপাতালে মালদ্বীপের দুই খেলোয়াড়


প্রকাশিত: ১০:৩০ পিএম, ১০ আগস্ট ২০১৫

সিলেটে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী মালদ্বীপ দলের দুই খেলোয়াড় হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই দুই খেলোয়াড় হচ্ছেন মালদ্বীপ দলের গোলরক্ষক আহমেদ নিশাম ও ডিফেন্ডার এ আশাম আদম।

সোমবার সন্ধ্যায় নেপালের বিপক্ষে ম্যাচে আহত হন তারা। পরে রাত ৮টার দিকে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

আহমেদ নিশামের লিগামেন্টে এবং এ আশাম আদমের অ্যাংকেলে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন মালদ্বীপ দলের লিয়াঁজো অফিসার ফয়সাল আহমদ। বর্তমানে তারা ওসমানী হাসপাতালের তৃতীয় তলায় কেবিনে ভর্তি রয়েছেন বলে জানান তিনি। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তাদেরকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের তৃতীয় আসর সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার এ আসরের পর্দা উঠেছে। টুর্নামেন্টে এ পর্যন্ত দু`টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।