আফ্রিদির নতুন রেকর্ড


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৮ অক্টোবর ২০১৪

শারজায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ৯৩ রানে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। দল হারলেও রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। ডেভিড ওয়ার্নার, জেমস ফকনার ও স্টিভেন স্মিথের উইকেট নেন তিনি। এই তিন উইকেট নিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এলেন আফ্রিদি।

৩৮২ ওয়ানডেতে  ৩৮১ উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এ অধিনায়ক। সমান সংখ্যক উইকেট নিয়ে আফ্রিদির সঙ্গেই আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা।

ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৩৫০ ম্যাচে ৫৩৪ উইকেট নিয়েছেন তিনি। পরের দুটি স্থানে রয়েছেন ওয়াসিম আকরাম (৫০২) ও ওয়াকার ইউনুস (৪১৬)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।