ষষ্ঠ হয়ে ফিরছে হকি দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

এশিয়ান গেমস হকিতে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জিমি-চয়নরা ৭-০ গোলে হেরেছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে। এশিয়ান গেমসে এটি বাংলাদেশের ৬ ম্যাচে তৃতীয় হার।

হকিতে বাংলাদেশের গ্রুপে ছিল ওমান, থাইল্যান্ড, কাজাখস্তান, পাকিস্তান ও মালয়েশিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ ওমানকে ২-১, কাজাখস্তানকে ৬-১, থাইল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে এবং মালয়েশিয়ার কাছে ৭-০ ও পাকিস্তানের কাছে ৫-০ গোলে পরাজিত হয়।

জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার সুবাদে বাংলাদেশকে পরের আসরের বাছাই খেলতে হবে না। এশিয়ার সবচেয়ে বড় এ গেমসে সরাসরি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমস। দীর্ঘ ৩২ বছর পর এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।