ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ-শারাপোভা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ৩১ আগস্ট ২০১৮

ইউএস ওপেনের ছেলেদের বিভাগে তৃতীয় রাউন্ডে উঠেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার এবং আরেক সাবেক চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রুশ টেনিস ললনা মারিয়া শারাপোভা।

দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বেনোয়া পায়েরকে ৭-৫, ৬-৪, ৬-৪ সরাসরি সেটে হারিয়েছেন ফেদেরার। নোভাক জোকোভিচের অবশ্য জয় পেতে চার সেট লড়তে হয়েছে। আমেরিকার টেনেস স্যান্ডগ্রেনকে এই সার্বিয়ান হারিয়েছেন ৬-১, ৬-৩, ৬-৭ (২/৭), ৬-২ সেটে।

তৃতীয় রাউন্ডে ফেদেরার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে। অপরদিকে, শেষ ৩২-এ জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট।

ফেদেরার-জোকোভিচের সঙ্গে ছেলেদের বিভাগে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন জাপানের কেই নিশিকোরি এবং ক্রোয়েশিয়ার টেনিস তারকা মারিন চিলিচ।

এদিকে, মেয়েদের এককে বিদায় নিয়েছেন র্যাঙ্কিয়ের দুই নম্বরে থাকা ক্যারোলিন ওজনিয়াকি। ইউক্রেনিয়ান অবাছাই লেসিয়া তুরেঙ্কোর কাছে দ্বিতীয় রাউন্ডে সরাসরি ৬-৪, ৬-২ সেটে হেরেছেন ডেনিশ এই ললনা।

তবে আরেক ফেবারিট মারিয়া শারাপোভা জিতেছেন। রোমানিয়ার সোরানা কারস্টিকে ৬-২, ৭-৫ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন ডোপ নিষেধাজ্ঞায় অনেকটা দিন কোর্টের বাইরে থাকা রাশিয়ান সুন্দরী।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।