এবারও ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা হলো না শচিন-পুত্রের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ৩০ আগস্ট ২০১৮

খেলার জগতটা বড় কঠিন। বিখ্যাত বাবার সন্তান হয়েও বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার উপায় নেই। শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার সেটা হারে হারে টের পাচ্ছেন। এর আগে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দলে জায়গা পাননি। আরও একবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলে উপেক্ষিতই থাকলেন শচিন-পুত্র।

কিংবদন্তি বাবার মতো ব্যাটিং নয়। অর্জুন টেন্ডুলকার মূলত নজর কেড়েছেন পেস বোলিংয়ে। সেইসঙ্গে ব্যাটিংটাও করতে জানেন ১৯ ছুুঁইছুুঁই করা অর্জুন, বলা যায় অলরাউন্ডার।

তবে তার দুর্ভাগ্য, বাবার পথে হাঁটার স্বপ্ন দেখলেও ভারতের তিনটি অনূর্ধ্ব-১৯ দলের একটিতেও জায়গা করে নিতে পারেননি অর্জুন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ 'এ' দল এবং 'বি' দল-তিনটি স্কোয়াডেই নাম নেই শচিন-পুত্রের।

এর আগে শ্রীলঙ্কার মাটিতে ভারতের ৩-২ ব্যবধানে জয় পাওয়া ওয়ানডে সিরিজেও ছিলেন না অর্জুন। এছাড়া মুম্বাইয়ের অফ-সিজন ক্যাম্পে সাতজন নতুন খেলোয়াড় অন্তর্ভূক্ত করা হলেও শচিন-পুত্রকে রাখেননি নির্বাচকরা।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।