গাড়িতে ডিবি পুলিশ লেখায় নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১০ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ব্যবহৃত গাড়িতে ‘ডিবি পুলিশ’ লেখা কাগজ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম নিষেধাজ্ঞা জারি করে এই আদেশ প্রদান করেন।

সোমবার সকাল ১১টায় ডিবির অফিসিয়াল ফেসবুক পেইজে এই আদেশ জারি করা নিয়ে একটি পোস্ট দেয়া হয়।

পোস্টে লেখা হয়েছে,  ঢাকা ডিবির কোন গাড়িতে ‘ডিবি পুলিশ’ লেখাটি আর ব্যবহার না করার ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দুস্কৃতিকারী গ্রুপ গাড়িতে ‘ডিবি পুলিশ’ লেখা কাগজ লাগিয়ে বিভিন্ন ধরণের অপরাধ করছে এমন প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডিবি দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ জাগো নিউজকে বলেন, যুগ্ম কমিশনার থেকে আমরা এ সংক্রান্ত একটি আদেশ পেয়েছি। এখন থেকে ডিবির অভিযানে ‘ডিবি পুলিশ’ লেখা কোন কাগজ ব্যবহার করা হবে না।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভুয়া ডিবি কর্মকর্তাদের আটক করা হয়েছে। তারা নিজেদের মাইক্রোবাসে ‘ডিবি পুলিশ’ লেখে অপহরণ ও চাঁদাবাজি করে। এ কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ডিবি।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।