হার দিয়ে শুরু আর্সেনালের


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১০ আগস্ট ২০১৫

আগের দিনই ইংলিশ লিগ চ্যাম্পিয়ন চেলসিকে পয়েন্ট খোয়াতে হয়েছিল। আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও ভাগ্যক্রমে ন্যুনতম ব্যবধানে জয় পায়। রোববার বড় ধাক্কা খেল আরেক জায়ান্ট আর্সেনাল। নিজেদের ঘরের মাঠেই ওয়েস্টহাম ইউনাইটেডের কাছে  ২-০ গোলে হারল গানার্সরা।  

আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেকটা খুবই বিভীষিকাময় হলো গোলকিপার পিটার চেকের। কারন তার দুইটি ভুলেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে যায় আর্সেনাল।

৪৩ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে ওয়েস্ট হ্যামের ফরাসি স্ট্রাইকার দিমিত্রি পায়েত ফ্রি-কিক নেন। বল ফিস্ট করতে ছুটে যান গোলরক্ষক চেক। কিন্তু তার আগেই হেড করে বল জালে ঢুকিয়ে দেয় সেনেগালের ডিফেন্ডার সেকু কৌয়াতে।

৫৬ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে গানার্সরা। ডি বক্সের বাইরে বলে নিয়ন্ত্রণ হারান অক্সলেড চেম্বারলেইন। বল পেয়ে মাপা গড়ানো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো সারাতে।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেললেও স্ট্রাইকারদের ব্যর্থতায় বল জালের ঠিকানা খুঁজে পায়নি। অতিরিক্ত সময়ে গোল করার ভালো দুটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু কাজে লাগাতে না পারায় মাথা নীচু করেই মাঠ ছাড়ে ওয়েঙ্গারের দল।  অপরদিকে দিনের অপর ম্যাচে নিউক্যাস্টেল ইউনাইটেডের সঙ্গে ২-২ ড্র করে সাউদ্যম্পটন।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।