ভাইরাসে আক্রান্ত নেইমার


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১০ আগস্ট ২০১৫

মেসি-নেইমার ছাড়া প্রস্তুতি ম্যাচে টানা তিন ম্যাচ হারের স্বাদ পায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরপর ছুটি শেষ হওয়ার আগেই ফিরে আসেন মেসি-নেইমার। এই দুই তারকা দলে যোগ দিতেই বদলে যায় কাতালানরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই শুনতে হলো দুসংবাদ। মাম্পসের কারনে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।

নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন নেইমার। কিন্তু শুরুতেই গতবারের ট্রেবল জেতানোর অন্যতম কারিগরকে হারাতে হলো কাতালানদের। আসন্ন ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে খেলার কথা চূড়ান্ত ছিল। ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে ঐ ম্যাচে না খেলার সম্ভাবনা বেশি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।

আগামী শুক্রবার সেভিয়ার বিরুদ্ধে ইউরোপিয়ান সুপার কাপ ও সোমবার অ্যাথলেটিক বিলাবাওর বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপে মাঠে নামবে বার্সেলোনা। তবে নেইমারকে ছাড়াই দল সাজাতে হচ্ছে লুইস এনরিকেকে। অন্যদিকে, ২৩ আগস্ট অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচেও খেলতে পারছেন না গত মৌসুমে ৩৯টি গোল করা এই তারকা।
 
আরটি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।