আসছে সাকিব আল হাসান ফাউন্ডেশন
সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বরাবরই হৃদয় কাঁদে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিজের ব্যাট, জার্সি বিক্রি করে তা অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন আগেই। এবার নিজেই একটি ফাউন্ডেশন করার পরিকল্পনা করছেন সাকিব আল হাসান। আর তার নাম হবে সাকিব আল হাসান ফাউন্ডেশন।
সাকিব নানা রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন কয়েক বছর ধরেই। গত বছর একটি সংগঠনের আয়োজিত ছিন্নমূল শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। রমজান মাসেই অটিস্টিক শিশুদের সঙ্গে ইফতার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার তিনি নিজের রেস্তোরাঁ `সাকিব`স ডাইন` এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীসহ নতুন পুরাতন অনেক ক্রিকেটার। এ অনুষ্ঠানে তিনি তার এই নতুন পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘শিগগিরই সাকিব আল হাসান নামের একটি ফাউন্ডেশন গঠন করব। সমাজে অনেক বিত্তবান রয়েছেন, যাদের অনেক অর্থ রয়েছে। কিন্তু সুযোগের অভাবে তারা গরিবদের দিতে পারছে না। তাদের হয়ে আমার ফাউন্ডেশন সেই সব দুস্থ-গরিবদের কাছে তাদের দেওয়া অর্থ পৌঁছে দেবে। আমার চেষ্টা থাকবে এর মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা করা।’
যমুনা ফিউচার পার্কে সাকিব আল হাসানের ‘কসমিক জোভিয়ান’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে লাভের একটি অংশ সুবিধাবঞ্চিত ও দুস্থদের কাছে পৌঁছে দেন কিছু সংগঠনের মাধ্যমে।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘কসমিক জোভিয়ানের লাভের একটি অংশ সুবিধাবঞ্চিত ও দুস্থদের কাছে পৌঁছানো হয়। তবে একটি জায়গায় নয়। বেশ কয়েকটি সংগঠনের মাধ্যমে এটি পৌঁছে যায়। যার মধ্যে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) একটি।’
এছাড়াও সাকিব সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভিন্ন আরও একটি চিন্তা করেছেন। যদিও এটা এখনই বাস্তবায়ন হচ্ছে না। তারপরও সাকিব আশাবাদী তিনি এটা করতে পারবেনই।
আরটি/একে/এমআরআই