রুপালি পর্দায় শ্রীশান্ত
আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে আদালত থেকে মুক্তি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত৷ তবে এখনো ক্রিকেটে ভারতীয় বোর্ডের নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এর মাঝে সদ্য বাবা হওয়া শ্রীশান্ত পা রাখছেন রুপালি পর্দায়৷
কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল বলিউডে পা রাখছেন তিনি। এবার দক্ষিণ ভারতের ছবির জগতেও অভিষেক ঘটতে চলেছে তার। দক্ষিণের বিখ্যাত পরিচালক সানা ইয়াদিরেড্ডির এই ছবির বিষয়বস্তু হল আইপিএল এবং একজন ক্রিকেটারের স্পাইসি জীবন। এই ছবির প্রধান চরিত্রেই দেখা যাবে রুপালিকে।
খুব শিগগিরই দক্ষিণের বিগ বাজেটের এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ভারতীয় পেসারকে। তেলেগু, মালয়ালম ও তামিল এই তিনটি ভাষাতে ছবিটি তৈরি হবে। আগামী মাস থেকেই শুটিং শুরু হয়ে যাবে।
শ্রীশান্ত সম্পর্কে পরিচালক সানা ইয়াদিরেড্ডি বলেন, ‘শ্রীশান্ত শুধু ভালো ক্রিকেটারই নন, ভালো ডান্সার ও অভিনেতাও। অনেক অনুষ্ঠানেই ওকে পারফর্ম করতে দেখেছি। তাই ওর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। ছবির কাহিনী ওর পছন্দ হয়েছে। এতে ক্রিকেটের পাশাপাশি একটা সুন্দর প্রেমকাহিনীও থাকছে।’
অভিনয় জীবন সম্পর্কে শ্রীশান্ত বলেন, ‘এতো বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পারবো ভেবে দারুণ লাগছে। দক্ষিণী ছবির দুনিয়ায় ভালো অভিনয়ের ক্যারিয়ার গড়ে তুলতে চাই।’
তবে পরিচালক পূজা ভাটের ছবি ‘ক্যাবারেট’-এ নেগেটিভ চরিত্র দিয়ে বলিউডে অভিষেক ঘটাতে যাচ্ছে শ্রীশান্তের।
আরটি/একে/আরআইপি