কোরিয়ার কাছে হেরে এশিয়ান গেমস শেষ পুরুষ কাবাডি দলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২২ আগস্ট ২০১৮

আগের দুই আসরে ব্রোঞ্জ পাওয়া নারী কাবাডি দলের এশিয়ান গেমস মিশন শেষ হয়েছে আগেই। বুধবার শেষ হলো পুরুষ দলের এশিয়ান গেমস। নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩৮-১৮ পয়েন্টে হেরে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ শূন্য হাতে ফিরছে এশিয়ান গেমস থেকে।

১৯৯০ সালে বেইজিং এশিয়াড থেকে ২০০৬ সালে দোহা পর্যন্ত পদক নিয়েই ফিরেছিল পুরুষ কাবাডি দল। এর মধ্যে ৩ টি রৌপ্য, দুটি ব্রোঞ্জ। কিন্তু ২০১০ সালে গুয়াংজু ও ২০১৪ সালে ইনচিয়ন থেকে শূন্য হাতে ফেরে কাবাডি দল। ব্যর্থতার ধারায় এবার ইন্দোনেশিয়া থেকে ফিরছে কাবাডি।

পুরুষরা না পারলেও সর্বশেষ দুই আসরে মেয়েরা ব্রোঞ্জ জিতে বাংলাদেশের নাম রেখেছিল কাবাডির পদক তালিকায়। এবার আম-ছালা দুটিই গেছে বাংলাদেশের। মেয়েদের পর ছেলেদের গ্রুপ পর্ব থেকে বিদায়ের মধ্যে দিয়ে দেশের কাবাডির করুণ চিত্রই ফুটে উঠলো।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। প্রথম ম্যাচে ভারতের কাছে ৫০-২১ পয়েন্টে হারার পর থাইল্যান্ডকে ৩৪-২২ পয়েন্টে ও শ্রীলংকাকে ২৯-২৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে কোরিয়ার কাছে শোচনীয়ভাবে হেরে মাসুদ-জাকিররা শেষ করে এশিয়ান গেমস মিশন।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।